Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

কোহলির আরও একটি বিশ্বরেকর্ড ভাঙতে চলেছেন বাবর

কোহলির আরও একটি বিশ্বরেকর্ড ভাঙতে চলেছেন বাবর

কোহলির আরও একটি বিশ্বরেকর্ড ভাঙতে চলেছেন বাবর

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির আরও একটি বিশ্বরেকর্ড ভাঙার মুখে। কোহলির রেকর্ড ভাঙার সুযোগ পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের হাতে। ভারতের সাবেক অধিনায়ককে সরিয়ে টি-২০ আন্তর্জাতিকে দ্রুততম তিন হাজার রান করার কৃতিত্ব অর্জন করতে পারেন বাবর।

২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করতে বাবরের প্রয়োজন আর ৯৭ রান। ইংল্যান্ডের বিরদ্ধে আগামী দুটি ম্যাচে ৯৭ রান করতে পারলেই বিশ্বরেকর্ডের নতুন মালিক হবেন বাবর। তিনি বিশ্বের পঞ্চম ব্যাটার হিসাবে টি-২০ আন্তর্জাতিকে তিন হাজার রান পূর্ণ করতে পারেন। 

কোহলি ছাড়া এখনও পর্যন্ত এই কৃতিত্ব হয়েছে রোহিত শর্মা, মার্টিন গাপ্টিল এবং পল স্টার্লিংয়ের। তিন হাজার রান পূর্ণ করতে কোহলির লেগেছিল ৮১টি ইনিংস। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেই এই নজির গড়েছিলেন কোহলি। বাবরের সামনেও সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই নজির গড়ার হাতছানি। 

বাবর এখনও পর্যন্ত ৭৮টি ইনিংসে ২৯০৩ রান করেছেন টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে। তার দখলে রয়েছে দ্রুততম দুই হাজার রান করার রেকর্ড। ৫২টি ইনিংস খেলে এই নজির গড়েছিলেন বাবর। একই সংখ্যক ইনিংস খেলে দুই হাজার রান পূর্ণ করেন তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ানও। বাবর পরের দুটি ইনিংসে ৯৭ রান করতে না পারলে বিশ্বরেকর্ড থাকবে কোহলির দখলেই।