Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল-দ. কোরিয়া

কাতারের রাজধানী দোহার স্টেডিয়াম ৯৭৪-এ আজ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। চোট থেকে ফিরে আজ মাঠে নেমেছেন তারকা ফুটবলার নেইমার। যদিও এর আগেই সোশ্যাল মিডিয়াতে অনুশীলনের ছবি পোস্ট করে জানান দিয়েছিলেন আজ মাঠে নামছেন এই ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ১টায় শুরু হয় খেলাটি।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে ম্যাচটি। বিশেষ করে কোনোভাবেই যেন আজকের ম্যাচ ছাড় দিতে নারাজ দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। সর্বোচ্চ উজাড় করে দিয়েই সেলেসাওলাদের সামনে বাধার দুর্গ হয়ে দাঁড়িয়েছে কোরিয়ান ফুটবলাররা।

বিশ্ব আসরের ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোল নিশ্চিত করে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল দলটি। সেই ম্যাচেই গোড়ালিতে চোট লাগে নেইমারের। তারপর সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারকে ছাড়াই ১-০ গোলে জেতে দলটি। শেষ ম্যাচে শনিবার ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। নিয়মরক্ষার সেই ম্যাচে একাদশে মূল খেলোয়াড়দের অনেককেই খেলাননি সেদিন।

বিপরীতে ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয় নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। এবারের বিশ্বকাপে এশিয়ার দলগুলো বেশ ভালো করছে। জাপান এবং দক্ষিণ কোরিয়া জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। দক্ষিণ কোরিয়া এক রকম চমক বিশ্ববাসীর জন্য। গ্রুপপর্বে তারা উরুগুয়ের সাথে গোলশূন্য ড্র করেছে ও পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে। ১২ বছর পর নক আউট পর্বে খেলছে দক্ষিণ কোরিয়া।

এর আগে বিশ্বকাপের মঞ্চে কখনোই মুখোমুখি হয়নি ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া।

এমকে