Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

কুষ্টিয়ায় ইউপি সদস্য গুলিবিদ্ধ, সাবেক চেয়ারম্যান আটক

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামীলীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ থেকে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর হায়দার আলী (৫০) তার নিজ গ্রাম দেবিনগরে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ আহত হন। গভীর রাতে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হায়দার আলী সাবেক আনসার সদস্য ছিলেন। এ সময় হামলাকারীরা আহত মেম্বারের সমর্থক রশিদ ও রেজাউলের বাড়ি ভাংচুর ও লুট করে।

ইউপি সদস্যের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। রাতেই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়।

গুলিবিদ্ধ ইউপি সদস্যের ছেলে ইদ্রিস আলী বাদী হয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে খোকসা থানায় হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।

আহত ইউপি সদস্য হায়দার আলী বলেন, ‘আওয়ামী লীগের একাংশ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ না নেওয়ার জন্য কয়েকদিন আগে থেকে ইউনিয়ন জুড়ে প্রচার করে আসছিল। সন্ত্রাসীদের নির্দেশ উপেক্ষা করে লোকজন নিয়ে বুধবার (১৭ আগস্ট) বিকালে উপজেলা সদরের হাইস্কুল মাঠে জনসভায় তিনি যোগ দেই। রাত ১০টার দিকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। নিজের গ্রাম দেবিনগরে পৌঁছালে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আমাকে লক্ষ্য করে ৮-৯ রাউন্ড গুলি চালায়। আমি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ি।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.  সাইদুজ্জামান জানান, হায়দারের পায়ে বন্দুকের গুলির অসংখ্য স্প্রিন্টার ঢুকে আছে। যা অপারেশন ছাড়া বের করা অসম্ভব। তাই তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে।

ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের এএসআই আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাস্তাঘাট ফাঁকা, কোথাও লোক নেই।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, ইউপি সদস্য হায়দার আলীর ছেলে বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানকে আটক করা হয়েছে। তবে পরিস্থিতি শান্ত আছে।