Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত রূপা হক

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হককে সংসদীয় দল থেকে বহিস্কার করেছে তার দল লেবার পার্টি। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেংকে নিয়ে ‘অশোভন’ মন্তব্য করায় তাকে বরখাস্ত করা হয়েছে। তবে পরে এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রূপা। খবর বিবিসির

গত সোমবার লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কাওয়াসি কাওয়ারতেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। এ নিয়ে সমালোচনার জেরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল লেবার পার্টি।

রূপা হককে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি।

লেবার পার্টির অন্যন্য নেতারা এমন মন্তব্যের জন্য রূপা হককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

রূপা হক লেবার পার্টির একটি বৈঠকে বলেছেন, কাওয়াসি কাওয়ারতেংকে দেখে বোঝার উপায় নেই সে একজন কৃষ্ণাঙ্গ। কারণ সে ভালো ও দামি স্কুলে পড়াশোনা করেছে। দেশের সব ভালো স্কুলে পড়েছে।

তিনি আরও মন্তব্য করেন, যদি আপনারা আজকের পোগ্রামে তার বক্তব্য শোনেন আপনি জানবেন না সে কৃষ্ণাঙ্গ।