Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

লিখবো পরিবর্তনের জন্য, উন্নয়ন বা খুশি করার জন্য নয়

University news
University news

যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি: দৈনিক মানবকন্ঠের সহকারী সম্পাদক দীপঙ্কর গৌতম বলেছেন, লেখা কারো উন্নয়ন বা খুশি করার জন্য আমরা লিখবো না বরং লিখবো পরিবর্তনের জন্য।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে ‘তরুণ কলাম লেখক ফোরাম’ সংগঠন কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীপঙ্কর গৌতম বলেন, আপনারা যারা লিখেন তারা আমার সম্প্রদায়ের। আপনারা যে কাজ করেন আমিও সেই কাজ করি।তিনি বলেন লেখক হিসেবে আপনাদের আঙুল তুলে কথা বলতে হবে। এর মানে হচ্ছে আমাদের যেমন একটা কলম রয়েছে সাথে আমাদের একটা আঙুলও রয়েছে। কোথাও একটা কথা হলে আমাদের ৪টা কথা বলতে হবে কারন আমরা লিখি।

তিনি নেপোলিয়নের উক্তি উল্লেখ করে বলেন, ‘আমি একটা কলমকে ১০০০ টা বুলেটের থেকে ভয় পাই’।
তাই আমি চাই আপনাদের এই কলমের ছোঁয়ায় সকল অন্ধকার চিরে যাক। আর আমরা এখানে যে কয়জন লেখক আছি তারা যদি এক হই তাহলে একটা কুষ্টিয়াকে কাঁপিয়ে দিতে পারবো, একটা ঢাকাকে কাঁপিয়ে দিতে পারবো।

এসময় সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা শরিফুল ইসলাম জুয়েল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ মহাঃ রেজাউল করিম।

এদিকে কর্মশালায় অধ্যাপক ড. শেখ মহাঃ রেজাউল করিম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় একটি কাঠামো, একটি শরীর এবং তার প্রান হচ্ছে শিক্ষার্থীরা। এখানকার সুনাম, গৌরব সবকিছুই নির্ভর করবে এই শিক্ষার্থীদের উপর।

তিনি বলেন আমার প্রত্যশা প্রতিটি সদস্যই একজন কলম সৈনিক হয়ে উঠবে এবং শেষে তিনি বলেন দেশ পরিবর্তনের জন্য অস্ত্র নয়, দেশ পরিবর্তনের জন্য কলমই যথেষ্ট।

স্বাগত বক্তব্যে আবু তালহা আকাশ বলেন, আমাদের সংগঠনটি সদস্যদের লেখালেখির অগ্রগতি সাধনে নিয়মিত দুমাস অন্তর দ্বিমাসিক ম্যগাজিন প্রকাশ করে এবং সবসময় ব্যতিক্রমধর্মী ও অভিনব আয়োজনের মাধ্যমে সাফল্য অর্জন করে যাচ্ছে তরুণ কলাম লেখক ফোরামের ইবি শাখা।

কর্মশালায় রোকসানা ইতির সঞ্চালনায় কর্মশালায় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।