Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মাইক্রোবাসে আগুন, পরিবারের সামনে পুড়ে মৃত্যু ফাতেমার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় মাইক্রোবাসের আটজন যাত্রী ও চালক বের হতে পারলেও ফাতেমা বেগম (২৭) নামে এক নারী আটকে পড়েন। মাইক্রোবাসে পুড়ে মারা যান তিনি। 

শনিবার (৬ আগস্ট) চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাইক্রোবাসটি ঢাকার টঙ্গী থেকে নয়জন যাত্রী নিয়ে নোয়াখালীতে যাচ্ছিল। সেখানে নিহত ফাতেমার ভাইয়ের নতুন শ্বশুর বাড়ি। কয়েকদিন আগেই তার ভাইয়ের বিয়ে হয়। কুটুম্বপুর আসলে গাড়ির চাকা ফেটে যায়। এ সময় গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়দের সাহায্যে গাড়ির চালকসহ আটজন যাত্রী বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি। পরে গাড়িতে পরিবারের সামনেই পুড়ে মারা যায় ফাতেমা। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ওই গাড়িতে ফাতেমার নববিবাহিত ভাইসহ পরিবারের আট সদস্য ছিল।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, নিহতের লাশ পরিবার নিয়ে গেছে। নিহত ফাতেমা বেগমের বাড়ি ফরিদপুর জেলায়। তারা গাজীপুরের টঙ্গী এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন।