Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মাঝ আকাশে ভুয়া বোমার আতঙ্ক

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ২০৯ যাত্রী নিয়ে উড়াল দেয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট। উদ্দেশ সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। সব কিছু ঠিকঠাক ছিলো। হঠাৎ মাঝ আকাশে ৩৭ বছর বয়সী এক যুবক জানান, তার হাত ব‌্যাগে বোমা রয়েছে। হুমকি দেন হামলার। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।  

এই হামলার হুমকির পর দু’টি এফ১৬সি/ডিএস যুদ্ধবিমান পাঠানো হয় ফ্লাইটটিকে পাহারা দিয়ে নিরাপদে অবতরণ করানোর জন‌্য। পরে ১৬ ঘণ্টা ২৫ মিনিট ভ্রমণ শেষে বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে চাঙ্গি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়, ওই যুবকের কাছে কোনো বোমা ছিলো না। তিনি ভুয়া বোমা হামলার হুমকি দেয়। এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। 

সিঙ্গাপুর এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, সব যাত্রী নিরাপদে পৌঁছেছে। তবে ওই যুবক আটকের আগে একজন কেবিন ক্রুকে আঘাত করে। তার কাছে বোমা রাখার বিষয়টি সম্পূর্ণ মিথ‌্যা।

তথ‌্যসূত্র: হিন্দুস্তান টাইমস