Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মেসি-রোনালদোর পাশেই ভারতীয় ফুটবলার, দারুণ সন্মান ফিফার

মেসি-রোনালদোর পাশেই ভারতীয় ফুটবলার, দারুণ সন্মান ফিফার

মেসি-রোনালদোর পাশেই ভারতীয় ফুটবলার, দারুণ সন্মান ফিফার

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসির সঙ্গে পোডিয়ামে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী। নাহ্, কোনও ফ্যান মেড ছবি নয়। ছবিটি পোস্ট করা হয়েছে ফিফার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে। চমকে গিয়েছেন ভারতীয়রা। 

বিরাট কোহলি ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু সুনীলকে। গোল সংখ্যার নিরিখে পুসকাসকে ধরে ফেলেছেন সুনীল। এই মুহূর্তে সর্বাধিক আন্তর্জাতিক গোল সংখ্যায় ছয় নম্বরে রয়েছেন ভারতের ফুটবল তারকা। বিশ্বের প্রথম সারির ফুটবল খেলা দেশগুলির মধ্যে কোনওদিনই পড়ে না ভারত। 

তাই ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসির মতো সুনীলের জীবন, কেরিয়ার সম্পর্কে অবগত নয় সকলে। ভারতের ফুটবল কিংবদন্তিকে বিশ্ব দরবারে পরিচিত করার দায়িত্ব তুলে নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ফিফার ডকুমেন্টারি 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'-এ এবার দেখানো হবে সুনীলের জীবনী। ফিফা প্লাস ওয়েবসাইটে দেখতে পাবেন সেই তথ্যচিত্র।

ভারত এমন একটি দেশ যারা কোনওদিন ফিফা বিশ্বকাপ খেলেনি। অথচ সেই দেশের ফুটবলারকে নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার আগ্রহ অন্য মাত্রা যোগ করেছে। নিশ্চিতভাবে এতে সুনীল ছেত্রী ও ভারতীয় ফুটবলের পরিচিতি বাড়বে।

তথ্যচিত্রের প্রথম পর্বে দেখানো হবে সুনীলের কেরিয়ারের একেবারে শুরুর দিক। তথ্যচিত্রের মাধ্যমে তার জীবনের অনেক অজানা দিক নিয়ে জানতে পারবেন ফুটবলপ্রেমীরা। ২০ বছর বয়সে নীল জার্সি গায়ে অভিষেক, থাকছে সুনীলের প্রেম।

সক্রিয় ফুটবলারদের মধ্যে গোল করার নিরিখে রোনাল্ডো ও মেসির পরেই তিন নম্বরে রয়েছেন সুনীল। সর্বকালের সেরা গোলস্কোরারদের মধ্যে স্থান ছয় নম্বরে। আন্তর্জাতিক ফুটবলে সুনীলের গোলসংখ্যা ৮৪টি। সে কারণে মেসি-রোনালদোর পাশেই ভারতীয় এই ফুটবলার, দারুণ সন্মান ফিফার।