Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মহেশখালীতে ডিভাইসযুক্ত পাখি উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে গায়ে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস (জিপিআরএস) ডিভাইসযুক্ত ঠোঁটক পাখি উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন থেকে পাখিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান।

ইউপি চেয়ারম্যান কামরুল হাসান জানান, বিকেলে পাখিটি ক্লান্ত হয়ে নিচে নেমে এসে বসে পড়ে। স্থানীয় নোমান পাখিটি দেখতে পায়। পরে পাখির শরীরে সংযুক্ত ডিভাইস দেখে সেটি ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। বিষয়টি আমি বন বিভাগে জানায়। ধারণা করা হচ্ছে, পাখির শরীরে যে ডিভাইসটা আছে, সেটি একটি জিপিআরএস। পাখিটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। 

মহেশখালী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিস জানান, ডিভাইস সংযুক্ত পাখি উদ্ধার করা হয়েছে। পাখিটা দেখতে অতিথি পাখির মতো। তবে স্থানীয় ভাষায় ঠোঁটক পাখি বলে।

রাতে ডিভাইসযুক্ত পাখিটি বন-বিভাগের বলে চট্টগ্রাম উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের বরাত দিয়ে মাতারবাড়ি বন-বিট কর্মকর্তা নুরে আলম মিয়া নিশ্চিত করেছেন।