Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মিয়ানমারে আবারও গোলাগুলি, সীমান্তে আতঙ্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অংশে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে।

স্থানীয়দের ভাষ্য, গত ১৯ সেপ্টেম্বর বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত এলাকা পরিদর্শনের পর থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল।

সীমান্তে আবারও গোলাগুলির শব্দ প্রসঙ্গে ঘুমধুম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, আজ সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে তিনটার দিকে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। এতদিন মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে গোলাগুলি চললেও, আজ তুমব্রু এলাকায় ৩৯ ও ৪০ নম্বর সীমান্ত পিলার এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয়দের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।