Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মিয়ানমারের ১৫ সেনা নিহত

মিয়ানমারের এক শীর্ষ কর্মকর্তাসহ ১৫ সেনা সদস্য নিহত হয়েছে। কায়াহ রাজ্যের ডেমোসো টাউনশিপে বিদ্রোহী গ্রুপের হামলায় এ ঘটনা ঘটে। কারেনি রেভুলিউশন ইউনিয়ন (কেআরইউ) মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর এই হামলা চালায়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) কেআরইউর বরাত দিয়ে মিয়ানয়ারের গণমাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় কারেনি রেভুলিউশন ইউনিয়ন (কেআরইউ) এবং ডেমোসো পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) যোদ্ধারা ৬৬ ডিভিশনের ৭০ জন জান্তা সৈন্যের ওপর হামলার চালায়। তারা ডেমোসো টাউনের বাইরে কোনেথার গ্রামের স্কুল ও মঠে ঘাঁটি গেড়েছিল।

কেআরইউ-এর একজন মুখপাত্র দ্য ইরাবতীকে বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা খুব কাছ থেকে জান্তা সৈন্যদের ওপর আক্রমণ করেছে। একটি তীব্র লড়াইয়ে একজন কর্নেলসহ ১৫ সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের সিনিয়র অফিসার নিহত হয়েছে, জান্তা সৈন্যদের কাছে এমনটা শুনতে পেয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এরপর জান্তা সৈন্যরা পিছু হটেছে।

এমকে