Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মিয়ানমারের গোলা বন্ধে সেনা মহরার পরামর্শ কূটনীতিকদের

সীমান্তে মিয়ানমারের গোলা বন্ধে সেনা মহরার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা। এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘রোহিঙ্গা সংকট- সীমান্ত পরিস্থিতি- ভূরাজনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ পরামর্শ দেন তারা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এডিটরস গিল্ডের প্রেসিডিয়াম সদস্য ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। বৈঠকটি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশন।

বৈঠকে আরও অংশ নেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড. আব্দুর রব খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

এমকে