Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

মোবাইলের লক খুলতে গেলেন বাজারে, অতঃপর...

মোবাইলের লক খুলতে গেলেন বাজারে, অতঃপর...

মোবাইলের লক খুলতে গেলেন বাজারে, অতঃপর...

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার চরমন্ডল গ্রামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে স্বর্ণালংকারসহ লুণ্ঠিত মালামাল ও দেশীয় অ'স্ত্র উদ্ধার করা হয়। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন। এর আগে বিকেলে তিনি ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করে ভু'ক্তভো'গী পরিবারের সঙ্গে কথা বলেন।

এদিকে লু'টে নেওয়া মোবাইলের লক খুলতে বাজারে গিয়ে প্রথমে এক ডাকাত ধরা পড়ে। পরে তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার রাতে চরমন্ডল গ্রামের রানিরহাট এলাকায় গেট ভেঙে ডাকাতরা ব্যবসায়ী আবদুল কাদের পাটওয়ারীর ভবনে ঢোকে। একপর্যায়ে তারা অ'স্ত্রের মুখে সবার মুখ বেঁ'ধে পাঁচ ভরি স্বর্ণ ও টাকা, মোবাইল ফোন লু'টে নিয়ে যায়। ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।  

সোমবার সকালে ফের চরমন্ডল এলাকায় অভিযানে যান এসআই কাওসারুজ্জামান। এ সময় একটি দোকানে মিয়াদ হোসেন রাব্বি নামের একজন একটি মোবাইলের লক খোলার চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে পুলিশ কর্মকর্তার সন্দেহ হয়। পরে মোবাইলটি হাতে নিয়ে ভু'ক্তভো'গী আবদুল কাদেরকে কল দিয়ে পাসওয়ার্ড নেন তিনি। পাসওয়ার্ড দিতেই মোবাইলের লক খুলে যায়। জিজ্ঞাসাবাদে প্রথমে মোবাইলটি কুড়িয়ে পেয়েছেন বলে জানান রাব্বি। পরে পুলিশের কাছে ডাকাতির কথা স্বীকার করেন তিনি।

এসআই কাওসারুজ্জামান জানান, রাব্বির তথ্যের ভিত্তিতেই আজাদ ডাকাত ওরফে চশমা আজাদকে গ্রেপ্তার করা হয়। পরে আটক দুজনের তথ্যমতে মো. টুটুল ও আলম হোসেন প্রকাশ খোরশেদকে আটক করা হয়। এর মধ্যে খোরশেদ রায়পুরের কেরোয়া ইউনিয়নে ডাকাতির ঘটনায়ও জড়িত।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, ডাকাতির সঙ্গে সাতজন জড়িত ছিল। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী বাদী হয়ে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আজাদ খুনসহ একাধিক ডাকাতি মামলার আসামি।