Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

নেইমার একটা ‘মেশিন’: ইনিয়েস্তা

বার্সেলোনার এককালের সতীর্থ নেইমারকে প্রশংসায় ভাসালেন আন্দ্রেস ইনিয়েস্তা। তার চোখে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একটা মেশিন, যে সবসময় ‘চমক’ দেখায়।

স্পেনের সাবেক মিডফিল্ডার ন্যু ক্যাম্পে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার মৌসুম নেইমারের সঙ্গে খেলেছেন। ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগসহ আরও অনেক সাফল্য পেয়েছেন একসঙ্গে। দুজনই বার্সা ছেড়েছেন। ইনিয়েস্তা এখন জাপানে, নেইমার ফ্রান্সে। দূরে থাকলেও সাবেক সতীর্থ কেমন করছে, সেই খোঁজ ঠিকই নেন তিনি।

ওয়ান ফুটবলকে ইনিয়েস্তা বলেছেন, ‘আমার কাছে সে আমার দেখা অন্যতম সেরা খেলোয়াড়, যার সঙ্গে আমি খেলেছি। সে একটা মেশিন, সেভাবেই ফুটবল খেলে, ড্রিবলিং করে এবং পাস দেয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি যখন আমরা ফুটবল নিয়ে কথা বলি, তখন কোনও মনোরম দৃশ্য সম্পর্কে আলোচনা করি, খেলোয়াড়রা কী করছে সেটা উপভোগ করি। এবং আমার মনে হয়, নেইমারকে খেলতে দেখা তেমন কিছুরই সমার্থক।’

কাতারে নেইমার ও ব্রাজিলের সাফল্যের সম্ভাবনা নিয়ে বার্সা লিজেন্ড বলেছেন, ‘আমি মনে করি এমন কেউ নেই যে বিশ্বকাপ জেতার জন্য ব্রাজিলকে দাবিদার মনে করে না। আমি বিশ্বাস করি তাদের একটি খুব শক্তিশালী দল আছে এবং আমি নিশ্চিত শিরোপার জন্য লড়তে যাচ্ছে ব্রাজিল।’

বিশ্বকাপের আগে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত ফর্মে নেইমার। মাত্র ১১ ম্যাচে সব ধরনের প্রতিযোগিতায় পিএসজির হয়ে ১৯ গোলে তার অবদান। আন্তর্জাতিক বিরতিতেও একই রূপে ছিলেন তিনি। ঘানার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করেন এবং তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিতে পেনাল্টি থেকে করেন গোল।