Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

নিখোঁজের ছয় বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ছয় বছর পর খাইরুল মীর (৩৫) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কানুদাশকাঠি গ্রাম থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।

ঝালকাঠি সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক জানান, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাড়ি থেকে খাইরুলকে মোবাইল ফোনে ডেকে নেয় ফোরকান নামের এক মাদক ব্যবসায়ী। কথা-কাটাকাটির একপর্যায়ে খাইরুলকে পিটিয়ে হত্যা করা হয়।

তিনি বলেন, হত্যাকাণ্ডে অংশ নেন সোহাগ, মনির, গিয়াস ও ফোরকান। পরে খাইরুলের লাশ দ্রুত মাটিচাপা দেন তারা। ঘটনার একমাস পরে কবর থেকে লাশ তুলে কানুদাশকাঠি গ্রামের একটি মসজিদের পেছনে পুনরায় মাটিচাপা দেয় ওই চারজন।

এহসানুল হক জানান জানান, এদিকে নিখোঁজের ঘটনায় খাইরুলের ছোট ভাই সিরাজুল ইসলাম সিরাজ বাদী হয়ে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৬ ডিসেম্বর মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার (৩ অক্টোবর) মিরাজুল ইসলাম মিজু নামের একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। পরবর্তীতে তার দেওয়া তথ্যর ভিত্তিতে বুধবার কানুদাশকাঠি গ্রাম থেকে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়।