Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

নিত্যপণ্য আমদানিতে এলসি সহজ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা

নিত্যপণ্য আমদানিতে সর্বোচ্চ সহায়তা করার লক্ষ্যে ঋণপত্র (এলসি) সহজ করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভায় গভর্নর আবদুর রউফ তালুকদার এ নির্দেশনা দেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিয়মিত ব্যাংকার্স সভায় সামগ্রিক অর্থনীতিসহ ব্যাংক খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা। রমজান মাস আসছে। এজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানির ঋণপত্র (এলসি) সহজে করতে ব্যাংকের এমডিদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘অর্থ পাচার রোধে অপ্রয়োজনীয় পণ্যের এলসি বন্ধ রাখা হয়েছে। রোজার সময় কোনো পণ্যের যাতে ঘাটতি না হয় এবং মূল্য স্থিতিশীল থাকে, সেজন্য ভোজ্যতেল, পেঁয়াজ, খেজুর, ফলমূল, চিনি, ডাল ও ছোলার এলসি খুলতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সভায় উপস্থিত ব্যাংকাররা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে ব্যাংকগুলোর কোনো নীতি-সহায়তা দরকার হলে বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হবে বলে সভায় জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকার্স সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি খাতে সর্বোচ্চ ঋণ সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো মূল্যে এই খাতের ঋণের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। যদি কোনো ব্যাংক লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়, তাহলে তা পূরণের জন্য যাদের সক্ষমতা আছে তাদের সহযোগিতায় এ লক্ষ্যমাত্রা শতভাগ নিশ্চিত করতে বলা হয়েছে।’