Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যা: গৃহশিক্ষকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নোয়াখালীতে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম ওরফে রনি (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম।

শনিবার (২৪ সেপ্টেম্বর) তিন দিনের রিমান্ডে থাকা রনি আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কোনো এক সময়ে জেলা শহর মাইজদীর লক্ষীনারায়ণপুর মহল্লার নিজ বাড়িতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অদিতাকে ধর্ষণের পর গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়।

নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে ওই ছাত্রীর সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি, ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) ও ইমাম হোসেনকে (৩৯) গ্রেপ্তার করে।

এদিকে, শনিবার দুপুরে অদিতা হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থী হত্যার এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী।

এর মধ্যে শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় হাজার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা শেষ করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুলছাত্রী অদিতা হত্যার প্রধান আসামি রনির ফাঁসি দাবি করেন।

এমকে