Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

নথির খোঁজে ট্রাম্পের বাসায় এফবিআইয়ের তল্লাশি

‘পারমাণবিক অস্ত্র সংশ্লিষ্ট নথির খোঁজে’ ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন মার-আ-লগোতে যায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা।

তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বাসভবন থেকে শেষ পর্যন্ত এ ধরনের কোনো নথিপত্র উদ্ধার হয়েছে কিনা, সেই বিষয়ে জানাতে পারেনি তারা। এফবিআই কর্মকর্তারা পাম বিচের ওই রিসোর্টে পরমাণু অস্ত্র সংশ্লিষ্ট নথিপত্র খুঁজতেই গেছিল। তবে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। খবর ওয়াশিংটন পোস্টের।

বৃহস্পতিবার মার-আ-লগোতে এফবিআইয়ের তল্লাশি যে পরোয়ানার ভিত্তিতে হয়েছিল, তা প্রকাশের অনুমতি চেয়ে এক বিচারকের কাছে আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়। নিজের বাসভবনে এফবিআইয়ের হানাকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ হিসেবে দেখছেন রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প। এরপরই এ আবেদন জানানো হয়। বিচারকের কাছে পরোয়ানা প্রকাশের আবেদনের অর্থ হল, সাবেক এই প্রেসিডেন্টের বাড়িতে হওয়া নজিরবিহীন তল্লাশিতে তদন্ত কর্মকর্তারা কী খুঁজছিলেন, যুক্তরাষ্ট্রের জনগণ শিগগিরই সে বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে।

ডি- এইচএ