Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘ওষুধ বিক্রি বাড়াতে চিকিৎসকদের দেওয়া প্রণোদনার জবাবদিহিতা থাকা উচিত’

ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের ওষুধ লিখে দেওয়ার জন্য চিকিৎসকদের প্রণোদনা দেয়। এটি জবাবদিহির আওতায় আসা উচিত বলে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা একটি পিটিশনে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

পিটিশনে উদাহরণ হিসেবে বলা হয়েছে, জ্বরের ট্যাবলেট ডোলো-৬৫০ এর উৎপাদনকারীরা বিনামূল্যে চিকিৎসকদের মধ্যে বিতরণের জন্য এক হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এএস বোপান্নার একটি বেঞ্চ একে ‘গুরুতর বিষয়’ বলে অভিহিত করেছে এবং কেন্দ্রকে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলেছে।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘এটি কানের সঙ্গীত নয়। এমনকি যখন আমার কোভিড ছিল তখন আমাকে একই ওষুধ খেতে বলা হয়েছিল। এটি একটি গুরুতর বিষয়।’

ফেডারেশন অব মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এই পিটিশনটি দায়ের করেছে।

ফেডারেশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট সঞ্জয় পারিখ বলেন, ‘ডোলো তার ওষুধ প্রেসক্রাইব করার জন্য বিনামূল্যে এক হাজার কোটি রুপির বেশি বিনিয়োগ করেছে।’

পিটিশনে বলা হয়েছে,  এই ধরনের চর্চা শুধুমাত্র ওষুধের অত্যধিক ব্যবহারই নয়, বরং রোগীদের স্বাস্থ্যকেও বিপন্ন করতে পারে। এ ধরনের দুর্নীতি উচ্চমূল্যের বা অযৌক্তিক ওষুধকেও বাজারে ছাড়ার প্রবণতা বাড়ায়।