Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পাবনা জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (১৭ আগস্ট) রাত থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেন। আজও (বৃহস্পতিবার, ১৮ আগস্ট) অব্যাহত রয়েছে কর্মবিরতি।

পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে আবাসিক হোস্টেলে পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে গোসল, খাওয়া, টয়লেটসহ বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে। বিষয়টি হাসপাতালের সহকারী পরিচালককে জানানো হলেও তিনি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। তাই আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি হচ্ছে।

পানির সংকট সমাধান হওয়ার পর কর্মবিরতি তুলে নেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা। হাসপাতালের কয়েকজন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা হলে তারা বলেন, ওয়ার্ডে ডাক্তারদের আগের মতো দেখা যাচ্ছে না। নার্সরা তো সবকিছু বুঝবে না। তারা তো চিকিৎসা দেবে না। এতে সমস্যা হচ্ছে। 

পাবনা জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, হাসপাতালের আবাসিক ভবনে পানি সরবরাহের বড় পাম্পটি নষ্ট হয়ে গেছে। সমাধানে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। কিন্তু লোডশেডিংয়ের কারণে কাজ শেষ হতে সমস্যা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি। 

সহকারী পরিচালক আরও বলেন, হাসপাতালের অন্যান্য চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এতে রোগীদের কোনো সমস্যা হচ্ছে না।