Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে রোমাঞ্চকর জয় পেল ইংল্যান্ড

রাওয়ালপিণ্ডি টেস্টে শেষ মুহূর্তে রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড। পাকিস্তানকে হারিয়েছে ৭৪ রানে।

আলোক স্বল্পতায় ম্যাচটি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। নির্দিষ্ট সময়ের তখন মাত্র ১ মিনিট বাকি ছিল। সেই মিনিটে শেষ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা।

এমন জয়টিকে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সর্বকালের সেরা জয় বলা হচ্ছে।

চার সেঞ্চুরিতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬৫৭ রান সংগ্রহ করে। তাদের প্রথম ইনিংসে হ্যারি ব্রুক ১১৬ বলে ১৯টি চার ও ৫ ছক্কায় ১৫৩, জ্যাক ক্রাউলি ১১১ বলে ২১ চারে ১২২, অলি পোপ ১০৪ বলে ১৪ চারে ১০৮ ও বেন ডাকেট ১১০ বলে ১৫ চারে করেন ১০৭ রান।

প্রথম ইনিংসে পাকিস্তানও কম যায়নি। তিন সেঞ্চুরিতে তারা করে ৫৭৯ রান। পাকিস্তানের হয়ে বাবর আজম ১৩৬, ইমাম-উল-হক ১২১ ও আব্দুল্লাহ শফিক ১১৪ রান করেন।

৭৮ রানে লিড নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে এবার হ্যারি ব্রুকের ৮৭, জো রুটের ৭৩ ও জ্যাক ক্রাউলির ৫০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৪৩ রান।

এই রান তারা করতে নেমে ২ উইকেট হারিয়ে ৮০ রান তুলে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা। শেষ দিনে জিততে তাদের প্রয়োজন ছিল ২৬৩ রান। আর ইংল্যান্ডের দরকার ছিল ৮ উইকেট। এই লড়াইয়ে অবশ্য জিতে যায় ইংলিশরা। অবশ্য পাকিস্তানের ইমাম-উল-হক (৪৮), আজহার আলী (৪০), সৌদ শাকিল (৭৬), মোহাম্মদ রিজওয়ান (৪৬) ও আঘা সালমান (৩০) ভয় পাইয়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে।

কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের পেসারদের জয় হয়। জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসন ৪টি করে উইকেট নিয়ে ইংলিশদের জয় নিশ্চিত করেন। ব্যাট হাতে ৩৭ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অলি রবিনসন।