Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পাঙাশ–তেলাপিয়া ছাড়াও রুই–কাতলার উৎপাদন বেড়েছে

দেশে সামগ্রিকভাবে দেশে মাছের উৎপাদন বেড়েছে। মাছ উৎপাদনে গত এক দশকে পাঙাশ–তেলাপিয়ার অবদান ছাড়িয়ে গেছে। তবে রুই ও কাতলার উৎপাদন বাড়লেও অবদান কমেছে। মৎস্য অধিদপ্তরের ২০১১-১২ ও ২০২০-২১ অর্থবছরের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

মৎস্য অধিদপ্তরের বার্ষিক মৎস্য পরিসংখ্যানে দেখা গেছে, ২০১১-১২ অর্থবছরে দেশে ৩ লাখ ৩৯ হাজার ৪১২ মেট্রিক টন রুই উৎপাদিত হয়েছে। ১০ বছর পর ২০২০-২১ অর্থবছরে এ মাছের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ১৪৩ মেট্রিক টন। অর্থাৎ ১০ বছরে রুইয়ের উৎপাদন বেড়েছে ১ লাখ ৬ হাজার ৭৩১ মেট্রিক টন। এ সময় কাতলার উৎপাদন ১২ হাজার ৬০৫ মেট্রিক টন বেড়ে হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৮৫৫ মেট্রিক টন।

অপরদিকে, এ সময়ে তেলাপিয়ার উৎপাদন প্রায় ২ লাখ ৫৬ হাজার মেট্রিক টন বেড়ে ৩ লাখ ৯২ হাজার মেট্রিক টন ছাড়িয়েছে। আর পাঙাশের উৎপাদন ১ লাখ ৪১ হাজার ৩০৮ মেট্রিক টন বেড়ে ৪ লাখ ২ হাজার ২৯৮ মেট্রিক টন হয়েছে।

মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (মৎস্য চাষ) মো. খালেদ কনক বলেছেন, পাঙাশ ও তেলাপিয়া মাছ সহজপ্রাপ্য প্রোটিন (আমিষ) হওয়ায় বাজারে চাহিদা বেশি। এ ছাড়া রুই–কাতলার তুলনায় তেলাপিয়া ও পাঙাশ দ্রুত বাড়ে। অল্প জায়গায় বেশি চাষ ও বেশি লাভ হওয়ায় চাষিরা এসব মাছ চাষে ঝুঁকছেন।

এমকে