Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

‘পার্বত্য অঞ্চলে আর্ম পুলিশ ব্যাটালিয়ান ক্যাম্প স্থাপন করা হচ্ছে’

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজির আহম্মেদ বলেছেন, ‘পার্বত্য অঞ্চলে আইনশৃংঙ্খলা রক্ষায় ধাপে ধাপে প্রস্তাবিত আর্ম পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএম) ক্যাম্প স্থাপন করা হচ্ছে। পাশাপাশি পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দারবানের থানচি থানা ভবন সংলগ্ন এলাকায় পুলিশের একটি রিসোর্ট উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, ‘প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় দুর্গম থানচিতে রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা থানচিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন। পর্যটকদের চাহিদা অনুযায়ী পুলিশ ট্রাষ্টি বোর্ডের অধীনে থানচি থানার পাশে হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্ট গড়ে তুলতে পেরে অত্যন্ত খুশি লাগছে।’

পুলিশ সূত্রে জানা যায়, থানচি থানার কাছেই বাংলাদেশ পুলিশের ট্রাষ্টি বোর্ডের অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৮টি কটেজ সম্বলিত হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্টি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই রিসোর্টে সুইমিং পুল, স্থানীয় পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার, মাচাংঘর, কটেজ, ক্যাফে হাউস, রেস্টুরেন্ট, পিকনিক স্পট, ঝর্না গড়ে তোলা হবে। 

রিসোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি কবির আহমেদ, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, থানচি থানার ওসি সূদ্বীপ রায় প্রমূখ উপস্থিত ছিলেন।