Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথ ড্রেজিংয়ের সুপারিশ

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল থেকে ঢাকা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথ নিয়মিত ড্রেজিং করে লাইটার জাহাজ চলাচলের উপযোগী করার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (২৫ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির ৪৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন—কমিটির সদস্য মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা।

পায়রা বন্দর থেকে ঢাকা, মুক্তারপুর, পানগাঁও ও আশুগঞ্জ কন্টেইনার ডিপোসহ সমগ্র বাংলাদেশের সঙ্গে সংযোগ স্থাপন ও নৌযান চলাচল সহজ করার সুপারিশ করা হয়।

‘বাংলাদেশ পতাকাবাহী জাহাজ স্বার্থরক্ষা আইন ২০১৯’ এর আওতায় ‘বাংলাদেশ পতাকাবাহী জাহাজ স্বার্থরক্ষা বিধিমালা ২০২১’ প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, পায়রা বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।