Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

ফিরে এসেছে পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি: গুতেরেস

কয়েক দশক পর পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি আবারও ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, যে কোনো বিদ্যুৎকেন্দ্রে হামলা ‘আত্মঘাতী কাজ’।

সোমবার (৮ আগস্ট) ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার আবারও হামলার খবর সামনে আসার পর এ মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।

ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু স্থাপনাটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনায় নতুন করে রাশিয়ার গোলাবর্ষণের খবরের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আরও বলেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোকে প্রথমেই পরমাণু অস্ত্রের ব্যবহার না করার প্রতিশ্রুতি দেয়ার আহ্বান করছি আমরা।

গত শনিবার বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৭৭তম বার্ষিকীতে হিরোশিমা শান্তি স্মারক অনুষ্ঠান শেষে জাপানের রাজধানী টোকিওতে একটি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আন্তেনিও গুতেরেস।

ডি- এইচএ