Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পিয়ানু’র সভাপতি আজিজ, সম্পাদক দেলোয়ার

প্রফেশনাল ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটির (পিয়ানু) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আব্দুল আজিজ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় উৎসবমুখর পরিবেশে পিয়ানু’র কার্যকরী কমিটির নির্বাচন হয়। ১৭ সদস্যের এ কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে।

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল আজিজ ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিরও (এনআইএফটি) প্রতিষ্ঠাতা। মো. দেলোয়ার হোসাইন বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক এবং অধ্যক্ষ।

পিয়ানু’র নতুন কার্যকরী কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ও ড. মো. সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন মল্লিক, অর্থ সম্পাদক আবু সুফিয়ান ইউনুস এবং প্রচার সম্পাদক জিয়াউল হক। কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন—ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মো. কামাল হোসেন, সুলতান মোহাম্মদ সালাউদ্দিন, মো. সেলিম হোসেন, তারেকুল ইসলাম, আলমগীর হোসেন এবং জুবায়ের হোসেন।

পুনরায় সভাপতি নির্বাচিত করায় সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন আব্দুল আজিজ। পিয়ানুকে শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে চলমান কার্যক্রমে সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করেছেন তিনি।