Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পঞ্চগড়ে নৌকাডুবি: চতুর্থ দিনের উদ্ধার অভিযান চলছে

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান  চালাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত টিম লিডার আসাদুজ্জামান।

এর আগে, গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকার করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন থেকে মঙ্গলবার রাত পর্যন্ত নদীটি থেকে ৬৮টি লাশ উদ্ধার করা হয়।

মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে (ইউপি) খোলা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন। 

নিখোঁজরা হলেন- বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের খালপাড়া গ্রামের হিমালয় বর্মন, সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন, দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকারপুর এলাকার ভূপেন এবং পঞ্চগড় সদরের ঘাটিয়ারপাড়া এলাকার জয়া রানী।

ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান জানান, সব লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশনা রয়েছে।