Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

প্রধানমন্ত্রী শুধু দেশের দূরদর্শী নেতা নন, সারা বিশ্বেও নন্দিত নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী


সময়ের কন্ঠস্বর ডেস্ক: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের দূরদর্শী নেতাই নন, তিনি সারা বিশ্বে আজকে নন্দিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিশ্বনেতারা প্রধানমন্ত্রীর অগ্রগতি গভীরভাবে উপলব্ধি ও পর্যবেক্ষণ করছেন।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। আমরা তার জন্মদিনে দোয়া করি, মহান রাব্বুল আল আমিন যেন প্রধানমন্ত্রীকে শতবর্ষ আয়ু দান করেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সঙ্গত কারণেই আমরা বলব, যতদিন শেখ হাসিনা থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে, ততদিন দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের জনগণের স্বার্থে মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া চাইছি।’

ভিডিও বার্তায় ‘প্রধানমন্ত্রীর সফলতা, দিকনির্দেশনা, সঠিক ও দূরদর্শী নেতৃত্বে আজকে বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ চলছে অগ্রগতির এক নতুন ঠিকানায়। সেজন্যই সবাই প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করছে।’

‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি, সেটা তিনি বারবার প্রমাণ করেছেন’- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী-বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেলসহ তারা পাঁচ ভাই-বোন। পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের নেতৃত্ব দেওয়া শেখ হাসিনাকে এখন দক্ষিণ এশিয়ারই অন্যতম সেরা নেতা মনে করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটিতে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।