Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পৃথিবীর খুব কাছে বৃহস্পতি গ্রহ দেখা যাবে আজ

প্রায় ৬০ বছর বিরতি দিয়ে পৃথিবীর খুব কাছে আসতে চলেছে বৃহস্পতি গ্রহ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এই অভাবনীয় ঘটনা সংঘটিত হবে। এ সময় পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৪০৫ মাইল। এর আগে ১৯৬৩ সালে পৃথিবী থেকে একই দূরত্বে দেখা গেছে এই গ্রহ।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০১৭ সালের তুলনায় এখন বৃহস্পতিকে ১১ গুণ বড় ও দেড়গুণ উজ্জ্বল দেখা যায়।

সৌরজগতে গ্রহরাজ হিসেবে পরিচিত বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম ও আকার-আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির ব্যাস ১, ৪২, ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুন বড়। এটি সূর্য থেকে প্রায় ৭৭ কোটি আট লাখ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন ও সামান্য পরিমাণ হিলিয়াম।

পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২ দশমিক ৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আজ পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৪০৫ মাইল। ফলে গ্রহটিকে পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে অনেক বড় দেখাবে।

প্রতি ১৩ মাস পর পর একবার বৃহস্পতি ও পৃথিবী কাছাকাছি চলে আসার ঘটনা সংঘটিত হয়।

সূত্র: স্পেস ডট কম