Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

প্রথমার্ধে চার গোল, সুইস-সার্বিয়ার সমতা (লাইভ)

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি সুইজারল্যান্ড ও সার্বিয়া। 

এমবোলোর গোলে আবার সমতা আনে সুইজারল্যান্ড। ম্যাচের ৪৪ মিনিটে গোল দেন এমবোলো। ম্যাচটি এখন ২-২ গোলে সমতা। 

ডুসানের গোলে এবার এগিয়ে সার্বিয়া 

৩৫ মিনিটে গোল দিয়ে সার্বিয়াকে এগিয়ে দেন ডুসান। সার্বিয়া ২-১ গোলে এগিয়ে। 

৬ মিনিট না যেতেই সার্বিয়ার সমতা

মিত্রোবিচের গোলে ২৬ মিনিটে সমতা আনে সার্বিয়া। 

শাকিরির গোল 

২০ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রদ্রিগেজের ক্রস থেকে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন শাকিরি। মেসি-রোনালদোর পর শাকিরি একমাত্র ফুটবলার যিনি ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেন। 

পয়েন্ট টেবিলের লড়াই 

ব্রাজিলের সঙ্গে শেষ ষোলোতে ওঠার দৌড়ে ২ ম্যাচ শেষে সুইশরা ৩ পয়েন্ট নিয়ে আছে এগিয়ে। ক্যামেরুন ও সার্বিয়া একটি করে পয়েন্ট পেলেও তাদেরও আছে সমান সুযোগ। সুইজারল্যান্ড জিতলে নিশ্চিতভাবে নকআউটে। তবে ড্র করলেও সুযোগ আছে, সেক্ষেত্রে চাইতে হবে ক্যামেরুন যেন ব্রাজিলের বিপক্ষে অঘটন না ঘটায়। তখন দ্বিতীয় স্থানের দল নির্ধারণে যেতে হবে সমীকরণে।

রাজনৈতিক উত্তাপ 

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিশ্বকাপ ম্যাচের আগে ছড়াচ্ছে রাজনৈতিক উত্তেজনা। তবে দুই দেশের বৈরিতাকে মাঠে টানতে চান না সুইশ কোচ মুরাট ইয়াকিন ও ডিফেন্ডার ম্যানুয়েল অ্যাকাঞ্জি। মাঠের বাইরের উত্তাপকে একপাশে সরিয়ে রেখে নকআউটে ওঠার লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

২০১৮ সালের বিশ্বকাপে চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে গ্রুপ পর্বে সার্বিয়াকে ২-১ গোলে হারায় সুইজারল্যান্ড। ওই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অধিনায়ক গ্রানিট জাকা ও মিডফিল্ডার জারদান শাকিরি এবারও দলে আছেন।

কসোভোয় জন্ম নেওয়া আলবেনিয়ান বাবা-মায়ের সন্তান জাকা এবং শাকিরি তাদের গোল উদযাপন করেছিলেন হাতে আঁকা আলবেনিয়ানদের প্রতীক দুই মাথার ঈগল দেখিয়ে। এবারের বিশ্বকাপেও এসেছে কসোভো বিতর্ক। ব্রাজিলের বিপক্ষে সার্বিয়ার ড্রেসিংরুমে কসোভোর পতাকা টাঙিয়ে রাখার ব্যাপারে তদন্ত করছে ফিফা। অ্যাকাঞ্জি বললেন, ‘আমি মনে করি না এই ম্যাচ আমাদের প্রভাবিত করবে। আমরা এখানে শুধু ফুটবল খেলতে এসেছি। আমরা শুধু তিন পয়েন্ট চাই এবং মাঠের খেলাতেই মনোযোগ।’