Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

প্রথমার্ধে গোলশূন্য একাদশ বদলে ফেলা ব্রাজিল

গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরি ও ফ্লু জ্বরের কারণে নেইমারসহ বেশ কয়েকজনকে বাদ দিয়েই শুক্রবার রাতে মাঠে নামে তারা।

ম্যাচের আগে ১০ জনকেই পরিবর্তন করেন কোচ তিতে। গোলরক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে এডারসনকে। ডিফেন্সে চারজন। এরাও কম অভিজ্ঞতা সম্পন্ন নয়। সবারই ভালো অভিজ্ঞতা আছে এবং বড় বড় ক্লাবে খেলেন। ব্রেমার, এডার মিলিতাও, অ্যালেক্স টেলেস ও দানি আলভেজ।

মিডফিল্ডে ক্যাসেমিরোর জায়গায় নামানো হয়েছে রিয়াল তারকা রদ্রিগোকে। আরেক মিডফিল্ডার হলেন ফ্রেড। লুকাস পাকুয়েতার জায়গায় ফ্যাবিনহো। ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন কিংবা রাফিনহার জায়গা দেয়া হয়েছে গ্যব্রিয়েল হেসুস, মার্টিনেল্লি ও অ্যান্টোনিকে।

এর মধ্যে রদ্রিগো, হেসুস ও অ্যান্টোনিকে নিয়মিতই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়েছেন কোচ তিতে। আজ রাখলেন সেরা একাদশে। দেখা যাক, ক্যামেরুনের বিপক্ষে কী করতে পারে তিতের রিজার্ভ বেঞ্চ।

প্রসঙ্গত, প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে আজ নিয়মরক্ষার ম্যাচ তাদের।

ব্রাজিল একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)
এডারসন (২৩), ব্রেমার (২৪), এডার মিলিতাও (১৪), অ্যালেক্স টেলেস (১৬), দানি আলভেজ (১৩), রদ্রিগো (২১), ফ্রেড (৮), ফ্যাবিনহো (১৫), গ্যাব্রিয়েল হেসুস (১৮), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (২৬), অ্যান্টোনি (১৯)।
কোচ: তিতে।

ক্যামেরুন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)
ডেভিস পাসি (১৬), এনজো এবোসে (২৪), ক্রিস্টোফার উহ (৪), তোলো নৌহৌ (২৫), কলিন্স ফাই (১৯), এরিক ম্যাক্সিম কৌপো মোতিং (১৩), পিয়েরে কুন্দে (১৫), আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা (৮), ভিনসেন্ট আবু বকর (১০), নিকোলাস মৌমি এনগামালেউ (৬), ব্রায়ান এমবেউমো (২০)।
কোচ: রবার্তো সং বাহানাগ।

ডি- এইচএ