Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পুলিশের তালিকায় রাজধানীতে ৪ হাজার চোর!

পুলিশের তালিকায় রাজধানীতে ৪ হাজার চোর!

পুলিশের তালিকায় রাজধানীতে ৪ হাজার চোর!

এমটি নিউজ২৪ ডেস্ক : অনুসন্ধানে নেমে রাজধানী ঢাকায় ৪ হাজার চোরের একটি তালিকা প্রস্তুত করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হাফিজ আকতার।

ডিএমপির মিডিয়া সেন্টারে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন ডাকাতির চেয়ে চুরি করাকে তারা নিরাপদ মনে করছে।”  ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হাফিজ আকতার বলেন, “ইদানীং ডাকাতি না হয়ে চুরির সংখ্যা বেড়ে যাচ্ছে।’

‘কারণ, চুরিটা তুলনামূলক নিরাপদ মনে করছে তারা। চুরি করে ধরা পড়লে দ্রুতই জামিন পেয়ে যায়। যাদের অল্প কিছু চুরি হয়, তারা থানা পর্যন্ত যান না, আইনের জটিলতায় তারা আসতে চান না।” 

বিভিন্ন ঘটনায় অনুসন্ধান করে ৪ হাজার চোরের একটি ‘ডেটাবেজ’ তৈরি করা হয়েছে বলে জানান ঢাকা মহানগরের এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ‘ঢাকা মহানগরে ডাকাতি, খুনসহ অন্যান্য অপরাধ কখনো বাড়ে, কখনো কমে। মাসে দুই-তিনটির বেশি ডাকাতি ঢাকা শহরে হয় না, তবে ঢাকার বাইরে বেশি হয়।’