Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

পূজামণ্ডপ পাহারা দেবেন জাপার নেতাকর্মীরা: বাবলা

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ‘এবার শারদীয় দুর্গোৎসবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সব পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাহারা দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ইতোমধ্যে দলের সব নেতাকর্মীকে এ নির্দেশ দিয়েছেন।’

শনিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীতে নিজ নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

বিশ্ব হিন্দু পরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী ডিভিশনের ডেপুটি কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার, আওয়ামী লীগ নেতা হাজী নুর হোসেন, জাতীয় পার্টির কদমতলীর থানা কমিটির সভাপতি শামসুজ্জামান কাজল, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন, ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মাসুদ, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সাথী আক্তার, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল আলম এবং হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব ডি কে সমীর।

এ সময় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য হি‌সে‌বে কদমতলীর ১২টি মন্দিরে ৩ লাখ টাকা অনুদান দেন আবু হোসেন বাবলা। ৫০০ হিন্দু নারীকে শাড়ি উপহার দেন তিনি।

বাবলা এমপি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। হাজার বছর ধরে এ দেশে হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিষ্টান একসঙ্গে বসবাস করছেন। সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান বাধাহীনভাবে পালন করছেন। কিন্তু, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়াসে মাঝে মধ্যে একটি অশুভ সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের পূজা-পার্বনে ও মন্দিরে হামলার অপচেষ্টা করে। বাংলাদেশের সব শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ সকল ধরনের সাম্প্রদায়িক হামলা ও আগ্রাসন ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।’

মতবিনিময় সভায় জাতীয় পার্টির ৫২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. স্বাধীন, যুব সংহতির শ্যামপুর থানার সভাপতি মারুফ হাসান মাসুম, স্বেচ্ছাসেবক পার্টির শ্যামপুর থানার সভাপতি রনি হাওলাদার, তরুণ পার্টির শ্যামপুর থানার সভাপতি লিটন আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কদমতলী থানার সভাপতি ইদ্রজিৎ দে ও শ্যামপুর থানার সভাপতি সুনীল টাইগার উপ‌স্থিত ছি‌লেন।