Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ শুরু

স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঐহিতাসিক মাদরাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। এর আগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শিল্পীরা বিএনপি নেতাকর্মীদের চাঙা রাখতে দলীয় ও দেশাত্ববোধক গান পরিবেশন শুরু করেন।

এর আগে মাদরাসা ময়দান বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশের অংশ হিসেবে রাজশাহীতে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নিয়েছেন রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতারা ইতোমধ্যে রাজশাহীতে এসে পৌঁছেছেন। তবে শীর্ষ নেতাদের সকাল ১১টা পর্যন্ত মঞ্চে দেখা যায়নি।

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল থেকে শহরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে। মাদরাসা ময়দানের চারপাশেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া শহরে প্রবেশের তিন দিকের ১৭টি পয়েন্টে পুলিশ চেকপোস্ট পরিচালনা করছে। মাদরাসা ময়দান ও এর আশপাশের পুরো এলাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।