Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

রাজশাহীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) দুপুর থেকে নগরীর মুন্নুজান স্কুলের সামনে বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন করা হয়।

প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেখানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা, প্যান্ডেল, আলোকায়নসহ বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ৬০ জন বিসর্জন কর্মী নির্ধারিত পোশাক পরিধান করে বিসর্জন কাজে অংশ নিয়েছে।

প্রতিমা বিসর্জনকালে এ উপলক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, সদস্য ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, সদস্য সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সচিব মো. মশিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।