Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

রাঙামাটিতে সংবর্ধনা পেলেন সাফজয়ী ৫ পাহাড়ী কন‌্যা

রাঙামা‌টি‌তে সংবর্ধনা পেয়েছেন সাফজয়ী পাহা‌ড়ের পাঁচ বীর কন্যা ঋতুপর্না চাকমা, রুপনা চাকমা, ম‌নিকা চাকমা, আনাই ও আনু‌ছিং ম‌গিনী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর)  রাঙামা‌টি জেলা প‌রিষদ ও প্রশাসন যৌথভা‌বে এ সংবর্ধনার আ‌য়োজন ক‌রে।

সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রতি খে‌লোয়াড়‌কে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৫০ হাজার টাকা, জেলা প‌রিষদ ২ লক্ষ টাকা ও ক্রেস্ট প্রদান ক‌রে। এছাড়া জেলা প্রশাসন, জেলা পু‌লিশসহ বি‌ভিন্ন সংগঠন তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান ক‌রেন।

এদিন বিকাল ৫টায় রাঙামা‌টি মারী স্টে‌ডিয়া‌মে আ‌য়ো‌জিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন খাদ্য মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় ক‌মি‌টির সভাপ‌তি দীপংকর তালুকদার, এম‌পি।  

ঋতুপর্না চাকমা বলেন, ‘মাঠে নামার আগে দেশের মানুষ যেভাবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাপোর্ট করেছে, তাতে আমাদের খুব ভালো লেগেছে। আজকে জেলাবাসী আমাদের অভিবাদন জানিয়েছেন এবং যে সম্মাননা দেখিয়েছেন সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।’

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী বলেন, ‘যারা সাফ নারী ফুটবল গেমসে যারা বিজয় ছিনিয়ে এনেছে, আমাদের ইচ্ছে ছিল তাদের সবাইকে রাঙামাটিতে এনে সংবর্ধনা দেওয়ার। তবে সময় সীমাবদ্ধতার  কারণে আমার করতে পারিনি। এরপরেও আমি সকল ফুটবলারকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই।’

সংবর্ধনা অনুষ্ঠা‌নে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নি‌খিল কুমার চাকমা, জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. তরিকুল ইসলাম, সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান, পু‌লিশ সুপার মীর আবু তৌ‌হিদ, পৌর‌মেয়র আকবর হো‌সেন চৌধুরীসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।