Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

রায় শুনেই আদালতের কাঠগড়া থেকে পালালো আসামি

রায় শুনেই আদালতের কাঠগড়া থেকে পালালো আসামি

রায় শুনেই আদালতের কাঠগড়া থেকে পালালো আসামি

মৌলভীবাজার : রায় শুনে মৌলভীবাজার যুগ্ম জেলা জজ-২ আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন বাবলু মিয়া নামে এক সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার ইন্সপেক্টের দীপংকর বাদী হয়ে বুধবার(২৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার মডেল থানায় এমটি মামলা দায়ের করেছেন। 

এদিকে, পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে পুলিশ সুপারকে লিখিত ভাবে অবগত করেছেন সংশ্লিষ্ট। এর আগে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতে সাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। 

কোর্ট পুলিশ, সংশ্লিষ্ট মামলার আইনজীবি ও আদালত সূত্রে জানা যায়, সৈয়দা লতিফা তালুকদার বাদী হয়ে সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামের মো. মতলিব মিয়ার ছেলে বাবলু মিয়াকে আসামি করে এনআই এ্যাক্টের একটি মামলা করেন (মামলা নং ৪৭৭/১৯)। 

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার ছিল চুড়ান্ত রায়ের দিন। বিচারক জিহাদুর রহমান আসামিকে বিনাশ্রম ১ বছরের কারাদণ্ড ও চেকে উল্লেখিত ৮ লাখ টাকা পরিশোধের রায় দেন। রায় শুনেই আসামি বাবলু মিয়া কৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

কোর্ট পুলিশ ইনচার্জ ইউসুফ আলী বলেন, রায় শুনার পর কৌশলে আসামি আদালত কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুজি করেও গ্রেফতার করা সম্ভব হয়নি। 

দায়িত্বরত পুলিশের অবহেলার কারণে এমনটি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু প্রতারক আছে যারা আগে থেকেই টের পেয়ে পালিয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়েছে বাবলু। 

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) রবিউল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করতে আমাদের চেষ্ট অব্যাত আছে।