Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

রংপুরে কিশোরী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

রংপুরের মিঠাপুকুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৬) বাসা থেকে ডেকে নিয়ে ভুট্টা ক্ষেতে শ্বাসরোধে হত্যার অভিযোগে নাহিদ হাসান নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (৭ আগস্ট) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তারিক হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি নাহিদ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ডলসিংপুর বাউড়া কোর্ট গ্রামে এক কিশোরীর সঙ্গে জাহাঙ্গীর হোসেনের ছেলে নাহিদ হাসান প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই মেয়েটির স্বজনরা নাহিদকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু নাহিদ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। 

এরই ধারাবহিকতায় ২০২১ সালের ২২ এপ্রিল নাহিদ হাসান কিশোরীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে চলে যায়। এর দুই দিন পর মেয়েটির লাশ ভুট্টা ক্ষেতে দেখতে পেয়ে এলাকাবাসী মিঠাপুকুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহত মেয়েটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কাউকে আসামি করা হয়নি। পুলিশ তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি নাহিদ হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শাহ মো. নয়নুর রহমান টফি বলেন, ‘আমরা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আসামি যে অপরাধ করেছেন এ জন্য সর্বোচ্চ শাস্তি আশা করেছিলাম। বিচারক তাই দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।’  

আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।