Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সাতক্ষীরায় নারী ফুটবলার সাবিনা ও মাসুরাকে সংবর্ধনা 

সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার কৃতী সন্তান সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীন-কে বিজয়ী সংবর্ধনা ও চেক দেওয়া হয়েছে। 

জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় রোববার (৪ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠান থেকে সাবিনা খাতুনকে ৩ লাখ টাকার ও মাসুরা পারভীনকে ১ লাখ টাকার চেক দেওয়া হয়। 

সংবর্ধনা পেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমার জন্মভুমির মানুষের কাছ থেকে উৎসাহ পেয়ে খুবই ভালো লাগছে। কখনো ভাবিনি মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাবো।’ 

তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আপনারা দোয়া করবেন, আমরা যেন বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আরও ভালো কিছুর জন্য অপেক্ষা করছি।’ 

ডিফেন্ডার মাসুরা পারভীন এ সময় বলেন, ‘ভালো লাগার যেন শেষ নেই। মাটির মানুষের কাছ থেকে এত ভালোবাসা, উৎসাহ পাবো, ভাবতে পারিনি কখনো।’  

প্রধান অতিথি এমপি রবি বলেন, ‘সাবিনা ও মাসুরা সাতক্ষীরার গর্ব, তারা আমাদের হৃদয়ে থাকবে।’ 

সাতক্ষীরার মাটি খুবই পবিত্র উল্লেখ করে তিনি বলেন, ‘জেলার ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে সাতক্ষীরা স্টেডিয়ামে উন্নতমানের গ্যালারি নির্মাণ করা হবে। স্টেডিয়ামকে সার্বক্ষণিক খেলাধূলার উপযোগী করতে ও স্টেডিয়ামের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল-হাদী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও যুদ্ধকালীন অস্ত্র প্রশিক্ষক মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।