Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সাউথ এশিয়ায় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ব্যাডমিন্টন সাউথ এশিয়া’য় বালক (অনূর্ধ্ব-১৫) দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভারতের আসামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এস এম সিফাত উল্লাহ ও মুস্তাকিম হোসেন জুটি স্বাগতিকদের হারিয়েছেন ২-১ সেট ব্যবধানে।

এর আগে লাল-সবুজের এই জুটি নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মালদ্বীপ, ভুটান, নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ ও ভারত।

এদিকে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ব্যাডমিন্টনসহ সব খেলার উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছেন। সম্প্রতি আমরা ২ কোটি টাকা ব্যয়ে ইনডোর স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নের কাজ সমাপ্ত করেছি।

স্পোর্টসের উন্নয়নে সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এমকে