Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সেনা-পত্নীদের নিয়ে 'আপত্তিকর দৃশ্য', একতার নামে গ্রেফতারি পরোয়ানা

সেনা-পত্নীদের নিয়ে 'আপত্তিকর দৃশ্য', একতার নামে গ্রেফতারি পরোয়ানা

সেনা-পত্নীদের নিয়ে 'আপত্তিকর দৃশ্য', একতার নামে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক: সেনা-পত্নীদের নিয়ে 'আপত্তিকর দৃশ্য' প্রচার করার অভিযোগে ভারতের বিহারের বেগুসরাইয়ের এক আদালত থেকে বলিউড নির্মাতা একতা কাপুরের নামে জারি হল গ্রেফতারি পরোয়ানা। শুধু একতাই নন, তার মা শোভা কাপুরের বিরুদ্ধেও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আদালত। 

দুই বছর আগে অল্ট বালাজির ব্যানারে তৈরি ওয়েব সিরিজ ‘এক্সএক্সএক্স আনসেন্সার্ড’-এর জেরে আইনি জটে জড়ালের মা-মেয়ে। এদিন বেগুসরাই আদালতে বিচারক বিকাশ কুমারের এজলাসে মামলার শুনানি চলে, তারপই এই গ্রেফতারি পরোয়না জারির নির্দেশ দেন বিচারক।

২০২০ সালের ৬ই জুন ভারতের সাবেক সেনা কর্মকর্তা শম্ভু কুমারের তরফে আদালতে এক পিটিশন দাখিল করা হয়েছিল, সেখানে বলা হয় এই ওয়েব সিরিজে ভারতীয় সেনা কর্মকর্তাদের স্ত্রী-দের নিয়ে অসম্মানজনক দৃশ্য দেখানো হয়েছে।  

আর্মি কর্মকর্তারা ডিউটিতে থাকাকালীন তাদের স্ত্রীরা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়াচ্ছে তা পর্দায় দেখানোটা সেনা কর্মকর্তাদের স্ত্রীদের প্রতি অসম্মানসূচক কাজ। ট্রিপল এক্স-টুতে তো এমনই একটি দৃশ্য ছিল (পরে তা সরিয়ে দেওয়া হয়) যেখানে আর্মির ইউনিফর্মের প্রতি অশ্রদ্ধা জানানো হয়েছে। 

সেই নিয়ে আপত্তি জানানো হয়েছিল শহীদ কল্যাণ ফাউন্ডেশনের তরফেও। একতা ও শোভা কাপুরের তরফে মামলা দাখিল হওয়ার পর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তাদের নামে সমন জারি করা হয়েছিল। সেই সমন পত্র একতার অফিসে গ্রহণও করা হয়। 

অভিযোগকারীর দাবি, ট্রিপল এক্স ২-এর ওই দৃশ্যটি তাকে খুবই ম'র্মাহ'ত করেছে। তার মতে, সেনাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। এভাবে ইন্ডিয়ান আর্মিকে অ'পমান করার অধিকার কারও নেই। উল্লেখ্য, দু-বছর আগেই সিরিজ থেকে বি'ত'র্কি'ত দৃশ্য ছেঁটে ফেলে ক্ষমা চেয়েছিলেন একতা কাপুর। 

ভিডিও বার্তায় তাকে বলতে শোনা গিয়েছিল, 'ব্যক্তিগতভাবে এবং সংস্থা হিসাবেও দেশের সেনার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমাদের সুরক্ষা প্রতি মুহূর্তে ভারতীয় সেনার অবদান অনস্বীকার্য। আমরা অবিলম্বে বিনা কোন শর্তে ক্ষমা চাইতে রাজি আছি যদি কোনও সেনা সংগঠনের তরফে আমাদের তেমনটা বলা হয়’।