Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

শাহজাদপুরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

Sirajgonj news
Sirajgonj news

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রানা শেখ (২৭) নামের এক ভ্যানচালকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহতের পরিবারের দাবি, শনিবার তাকে পারকোলা গ্রামের কয়েকজন ব্যক্তি মারধর করে। এই কারণে হতাশ হয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টায় এই ঘটনা ঘটে, রানা শেখ পৌর শহরের প্রাননাথপুর পূর্ব পাড়ার আব্দুল মান্নান শেখ এর ছেলে। তার স্ত্রী আমেনা খাতুন ৭ মাসের অন্তসত্বা।

জানা যায়, ভ্যানচালক রানা শেখ বেশকয়েকদিন যাবৎ মানুষিক অসুস্থ্যতায় ভুগছিল। রবিবার সকালের কোন এক সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে রানা শেখ ঘরের আড়ার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস নেয়।

নিহতের ভাই মনিরুল ইসলাম বলেন, সকাল ৯টায় পরিবারের সদস্যরা বাইরে থেকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পায় যে রানার দেহ আড়ার সাথে ঝুলছে। পরে দরজা ভেঙে রানার ঝুলন্ত দেহ নামানো হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক গোপাল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল উপস্থিত হন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ও পরিদর্শক অপারেশন আব্দুল মজিদ।

নিহতের পিতা আব্দুল মান্নান শেখ বলেন, গতকাল শনিবার পারকোলা গ্রামের বেশকয়েকজন আমার ছেলেকে মারধর করে। এই বিষয় নিয়ে সে খুব হতাশ ছিল, এই কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। তিনি দোষীদের শাস্তি দাবি করেন।

ঘটনার বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।