Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

শিলচর-সিলেট ফেস্টিভ্যালে যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল শিলচর-সিলেট ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতের আসামের শিলচরে গেছেন। 

প্রতিনিধিদলটি শুক্রবার (২ ডিসেম্বর) সিলেট সীমান্তের শেওলা স্থলবন্দর দিয়ে আসামে যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুতারকান্দি আইসিপিতে ভারতীয় কর্তৃপক্ষ পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যদের স্বাগত জানায়। 

ভারতীয় অংশের সুতারকান্দি সীমান্তে পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘৫০ বছর পর শেওলা-সুতারকান্দি হয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করলাম। আমাদের প্রতিনিধিদলকে তারা উষ্ণ, বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণভাবে স্বাগত জানিয়েছে।’

তিনি বলেন, ‘এটি ঐতিহাসিক ঘটনা। কারণ, দুই প্রতিবেশী আশা-আকাঙ্ক্ষার পরিবেশে একত্রিত হয়েছে।’ 

মন্ত্রী ভারতের সুতারকান্দির বর্ডার ইন্টিগ্রেটেড চেকপোস্টকে তাদের চমৎকার ব্যবস্থার জন্য ধন্যবাদ জানান।

আসামের শিলচরে ২ থেকে ৩ ডিসেম্বর প্রথম শিলচর-সিলেট ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিদলে আছেন ইকবালুর রহিম, গাজী মোহাম্মদ শাহনওয়াজ, মহিবুর রহমান মানিক, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মোবিন চৌধুরী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মিডিয়া প্রতিনিধিরা।