Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

শুধু দাম বাড়ল না প্রাথমিকের সহকারী শিক্ষকদের

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব পণ্যের দাম নির্ধারিত হচ্ছে, শুধু আন্তর্জাতিক বেতনের সঙ্গে বেতন সমন্বয় হচ্ছে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। সবকিছুরই মূল্য বাড়ছে, শুধু প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা বাড়ছে না। ২০১৫ সালে অর্থাৎ ৭ বছর আগের প্রেক্ষাপটে যে পে-স্কেল নির্ধারণ করা হয়েছিল, আজ ৭ বছর পর এসেও সেই পে-স্কেল রয়ে গেছে। গত ৭ বছরে দ্রব্যমূল্যের বর্ধিত মূল্য অর্থাৎ তখনকার চেয়ে এখন অনেক পণ্যে ১০০% এর উপরেও বেড়ে গেছে। বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃৃদ্ধির কারণেই দ্রব্যমূল্যের বাজার দর বেড়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- আমাদের বেতন-ভাতা না বাড়লে আমরা এই বর্ধিত মূল্যের বর্ধিত টাকা কোথায় পাব?
সরকার যদি এখন আমাদের বেতন-ভাতা অর্থাৎ জীবন জীবিকার প্রয়োজনীয় অর্থ বা বেতন-ভাতা বাড়িয়ে না দেয় তাহলে আমরা কীভাবে দৈনন্দিনের প্রয়োজন মিটাব? সবকিছুরই দাম বাড়ে শুধুমাত্র জাতি গড়ার কারিগর প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বাড়ে না। একটা বড় ধরনের গ্রেড বৈষম্যের শিকার হয়ে আছেন স্নাতকধারী প্রাথমিক শিক্ষকরা। বর্তমান প্রেক্ষাপটেও প্রাথমিক শিক্ষকদের দাম যে বাড়েনি সে বিষয়ে সামান্য আলোকপাত করছি মাত্র। প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান (২য় বিভাগ), বেতন গ্রেড ১৩তম। পাশাপাশি হাইস্কুলের সহকারী শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম। পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড ১০ম। হাসপাতালের নার্সদের নিয়োগ যোগ্যতা এইচএসসি ডিপ্লোমা ইন নার্সিং, বেতন গ্রেড ১০ম। উপসহকারী কৃষি অফিসার নিয়োগ যোগ্যতা এসএসসি (৪ বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড ১০ম। ইউনিয়ন পরিষদ সচিব, নিয়োগ যোগ্যতা স্নাতক, বেতন গ্রেড ১০ম। এছাড়া পিএসসি কর্তৃক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (দ্বিতীয় শ্রেণি) দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন (ডিপিএড) বেতন গ্রেড ১০ম। এমতাবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের স্নাতক যোগ্যতা নিয়ে এসেও সেই তৃতীয় শ্রেণির কর্মচারী ১৩তম গ্রেডে ১১০০ বেতনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। অতএব দুঃখ করেই আজ বলতে হচ্ছে সব কিছুরই দাম আন্তর্জাতিক বাজার অনুসারে নির্ধারণ হয় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাম অর্থাৎ বেতন গ্রেড আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় হলো না।

মো. জামিল বাসার : সহকারী শিক্ষক, বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল।
[email protected]