Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সিলেটে ঈশ্বরনের ব্যাটে পিছিয়ে পড়লো বাংলাদেশ

প্রথম ম্যাচের মতো ওপেনিংয়ে নেমে আবারও অভিমন্যু ঈশ্বরন দারুণ পারফরম্যান্স করলেন। অধিনায়কের ব্যাটে ২৫২ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ ‘এ’ দলকে পেছনে ফেলে ভারত ‘এ’ দল। ৭২ রানে এগিয়ে সফরকারীরা।

সিলেটে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩২৪ রান। ঈশ্বরন ১৪৪ রানে অপরাজিত খেলছেন, ২৩১ বলের ইনিংসে ছিল ১৩ চার ও ২ ছয়। জয়ন্ত যাদব অপরাজিত ৪ রানে।

বিনা উইকেটে ১১ রানে দিন শুরু করে ভারত। ঈশ্বরন অপরাজিত ছিলেন ৩ রানে। যশস্বী জয়সাওয়াল ৮ রানে খেলতে নেমে আর ৪ রান যোগ করেন। মুশফিক হাসান তাকে ফেরান ১২ রানে। এরপর চেতেশ্বর পুজারাকে নিয়ে ঈশ্বরনের প্রতিরোধ।

এই জুটি ভাঙে দলীয় ১৩৮ রানে। পুজারা ৫২ রান করে মুমিনুল হকের শিকার হন। এরপর আর ২২ রান করতে দুটি উইকেট হারায় ভারত। দলীয় ১৬০ রানে ৪ উইকেট হারানোর পর ঈশ্বরন ও শ্রীকর ভরতের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ১৫১ রানের এই জুটি ভাঙে শ্রীকরের বিদায়ে। ৭৭ রানে সুমন খানের কাছে বোল্ড হন তিনি।

বাংলাদেশের পক্ষে এদিন দুটি করে উইকেট নেন সুমন ও মুশফিক।