Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় নসিমন চালকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক নসিমনচালক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীও আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তাড়াশ-ভুইয়াগাঁতী আঞ্চলিক সড়কের দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা। আহত মাছ ব্যবসায়ী রফিকুল বগুড়া জেলার গাবতলীর বাসিন্দা বলে জানা গেছে। তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, নিমগাছী বাজারের আড়ৎ থেকে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনযোগে মাছ নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন রফিকুল। নসিমনটি দেওভোগ এলাকায় পৌঁছলে পেছন থেকে এইচকে পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গিয়ে চালক রাজ্জাক ও মাছ ব্যবসায়ী রফিকুল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  আব্দুর রাজ্জাককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।