Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ!

সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ!

সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় প্রথম দশ ওভারে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। মিডল ওভারে রাহুলকে নিয়ে বিপর্যয় কাটানোর চেষ্টা করেও পারেননি শ্রেয়াস আয়ার। তবে অক্ষর প্যাটেলের সঙ্গে তার ১০৭ রানের জুটিতে চোখ রাঙানিটা ছিল স্পষ্ট। সেখান থেকে বাংলাদেশকে আবারও ম্যাচে ফেরান মিরাজ, আয়ারকে ফিরিয়ে। 

পরের দুই উইকেট পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৫৬ বলে ৫৬ রান করা অক্ষর প্যাটেলকে বাউন্সারের ফাঁদে ফেলেন এবাদত। পরের উইকেটটা নিয়েছেন সাকিব আল হাসান। শার্দুল ঠাকুরকে স্ট্যাম্পিং করে ভারতের সপ্তম উইকেটটা তুলে নেন বাঁহাতি এ স্পিনার। আর তাতে একটু একটু করে জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান। জয় তুলে নিতে এখন ভারতীয়দের প্রয়োজন ৩০ বলে ৫৯ রান। আঙুলে চোটের কারণে ওপেনিংয়ে নামতে না পারা রোহিত নেমেছেন ৯ নম্বরে। উইকেটের ওপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন দীপক চাহার।

এর আগে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে ভারতকে ২৭২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ। ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ৭৭ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। নাসুম আহমেদ করেন ১১ বলে ১৮।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে এবাদতের পেস বলে পুল করতে গিয়ে বোল্ড হন কোহলি। আঙুলে চোট পাওয়া রোহিত শর্মা আজ ওপেনিংয়ে নামেননি। তার বদলি হিসেবেই ওপেনিংয়ে এসে ৬ বলে এক চারে ৫ রান করে ফেরেন কোহলি। এরপর শিখর ধাওয়ানকেও ফেরায় বাংলাদেশ। এবার মুস্তাফিজুর রহমান। ধাওয়ান আউট ৮ রানে। 

তৃতীয় উইকেটে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেও পারেননি শ্রেয়াস আয়ার। দশম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই উইকেট নেন সাকিব। ওভারের শেষ বলে সাকিবের করা স্লোয়ার বলটা বুঝতেনা পেরে মিডউইকেটে ক্যাচ তুলে দেন সুন্দর। সহজ ক্যাচ নিয়ে ১১ রানে বাঁহাতি এ অনরাউন্ডারকে ফেরান অধিনায়ক লিটন দাস।

বিপর্যয়ে পড়া ভারতকে ধীরে ধীরে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুল। কিন্তু আবারও ত্রাতা মিরাজ। রাহুলকে ফিরিয়ে সে জুটি ভাঙেন ডানহাতি এ স্পিনার। 

বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে জিতলেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের। প্রথম ম্যাচে ১ উইকেটে জিতেছিল টাইগাররা। সেই সাফল্য ধরে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এখন লিটন দাসের দল।