Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সন্ধ্যা মাতিয়ে ইতি টানল রবীন্দ্র সংগীত উৎসব

বাইরে অগ্রহায়ণের হিমেল হাওয়া বইছে, ভেতরে বিশিষ্ট শিল্পীরা সুরের সুরভী ঢেলে উষ্ণতা ছড়াচ্ছিলেন রবির কিরণে হাসি ছড়িয়ে। বিশ্ব কবির গানে, কথামালায় আর আবৃত্তির মধ্য দিয়ে প্রাণে প্রাণে তারা মাতালেন রবীন্দ্র সংগীত উৎসবের সমাপনী সন্ধ্যাটি। যেখানে সারা দেশ থেকে দুই শতাধিক শিল্পীর সম্মিলন ঘটেছে।

‘এই জীবনে ব্যথা যত এইখানে সব হবে গত’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অমিয়বাণী ধারণ করে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত ৩৩তম রবীন্দ্র সংগীত উৎসবের সমাপনী দিন শনিবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন মঞ্চে বিকাল ৫টা থেকে শুরু হয় আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন বুলবুল ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, রোকাইয়া হাসিনা, অদিতি মহসিন, ড. অরূপ রতন চৌধুরী, চঞ্চল খান, লিলি ইসলাম সহ প্রখ্যাত কণ্ঠশিল্পীরা।

গানের পাশাপাশি আবৃত্তি পরিবেশনায় অংশ নেন বাকশিল্পী আশরাফুল আলম, জয়ন্ত রায়, বেলায়েত হেসেন, মাহমুদা আখতার ও রেজিওয়ালী লীনা।

সমাপনী দিনেও রবীন্দ্রনাথের গানের সুরে আর আবৃত্তির ধ্বণিতে সংস্কৃতির লড়াইকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন শিল্পীরা।

এমকে