Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

সোনা জিততে না পেরে কান্নায় ভেঙে পড়লেন কুস্তিগির, সান্ত্বনা দিলেন খোদ প্রধানমন্ত্রী

সোনা জিততে না পেরে কান্নায় ভেঙে পড়লেন কুস্তিগির, সান্ত্বনা দিলেন খোদ প্রধানমন্ত্রী

সোনা জিততে না পেরে কান্নায় ভেঙে পড়লেন কুস্তিগির, সান্ত্বনা দিলেন খোদ প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমসে প্রথমবার অংশগ্রহণ করেই ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতীয় কুস্তিগির পূজা গেহলট কিন্তু সোনা জিততে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। নিজের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান। 

সেই কথা জানতে পেরে পদকজয়ী কুস্তিগিরকে সান্ত্বনা দিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “পদক জয়ের মুহূর্তকে উদযাপন করতে হয়। ওই ঘটনায় ক্ষমা চাইতে নেই।” 

মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন পূজা। তার আগে সেমিফাইনালে আগাগোড়া এগিয়ে থেকেও শেষ দশ সেকেন্ডে ম্যাচের রং বদলে যায়। পূজাকে হারিয়ে দেন কানাডার অভিজ্ঞ কুস্তিগির। 

সোনা জয়ের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু মন ভেঙে গেলেও আবার কুস্তির ম্যাটে নেমে দেশের জন্য পদক জিতে নেন পূজা। কমনওয়েলথ গেমসে এটাই তার প্রথম পদক। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন ২৫ বছর বয়সি কুস্তিগির। 

তিনি বলেন, “সেমিফাইনালে উঠেও হেরে গেলাম। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম পোডিয়ামে দাঁড়িয়ে আমার দেশের জাতীয় সংগীত বাজবে। তবে আমার ভুল ত্রুটি থেকে শিক্ষা নেব। ভবিষ্যতে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করব।”

পূজার বক্তব্য প্রকাশ্যে আসার পরেই আলাদা করে টুইট করেন মোদি। তিনি বলেছেন, “পূজা, তুমি পদক পেয়েছ, সেটা নিয়ে আমরা উদযাপন করব। পদক পেয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে নেই। তোমার জীবন সংগ্রামের কথা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তুমি আরও অনেক সাফল্য পাবে। এগিয়ে চলো।”