Bangladesh
This article was added by the user . TheWorldNews is not responsible for the content of the platform.

স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপ: ৮ জন কারাগারে

রাজধানীর গুলশানে লাইফ কেয়ার নামের একটি স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। একজনকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া ৮ আসামি হলেন—স্পা সেন্টারের ম্যানেজার জেরিন আক্তার, আলী রাজ, মিরণ কুমার বিশ্বাস, সুমাইয়া আক্তার মীম, মাহফুজা আক্তার, জেসমিন আক্তার, মোসা. কল্পনা ও মোসা. খুশবু। জামিন পেয়েছেন মোসা. নুপুর আক্তার।

এদিন ৯ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত নুপুরের জামিন মঞ্জুর করেন। ৮ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (২ অক্টোবর) রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে গুলশান থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেন উপ-পরিদর্শক মিরাজ আকন।